ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসল কাজ বোলিং, অথচ কী চমৎকার সেঞ্চুরি তার
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
বোলিং মূল কাজ হলেও জাতীয় লিগের প্রথম রাউন্ডে ব্যাটসম্যান হয়ে উঠলেন শহীদুল ইসলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে চার হাফসেঞ্চুরি থাকলেও ছিল না কোনও সেঞ্চুরি। সেই ঘরটাও পূর্ণ হয়ে গেল ঢাকা মেট্রোর হয়ে দারুণ শতকে। শহীদুলের সেঞ্চুরিতে জয়ের খুব কাছে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরে রাজশাহী-বরিশালের ম্যাচ রোমাঞ্চকর শেষের অপোয়। চট্টগ্রামের জিততে চাই ৫ উইকেট, অন্যদিকে রাজশাহী করতে হবে ১৩৬।
গতকাল বুধবার বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রো পেয়েছে আরেকটি সেঞ্চুরি। আগের দিনের মার্শাল আইয়ুকের শতকের পর তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন পেসার শহীদুল। তার সেঞ্চুরিতে ৪১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা মেট্রো। প্রথম শ্রেণির ক্রিকেটে শহীদুলের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে ৮৩ রান ছিল সর্বোচ্চ। ১৫০ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেছেন তিনি। তাকে সঙ্গ দিয়ে আবু হায়দার রনি করেন ৩৯ রান। এর আগে বল হাতে শহীদুল পেয়েছিলেন ১ উইকেট।
১৭২ রানে পিছিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংস শুরু করেছে। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৭ রান। ৫ রান এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বরিশাল করেছিল ২৪১ রান।
ঢাকা মেট্রোর সেঞ্চুরিয়ান শহীদুল ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া আবু হায়দার ২টি এবং আরাফাত সানি ও শামসুর রহমান একটি করে উইকেট নিয়েছেন।