ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাপ কমলেও গরমে কাতর দেশ
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে টানা চার দিন ধরে চলা তাপপ্রবাহে কাতর হয়ে পড়েছে জনজীবন।
বুধবার ঢাকা, যশোর ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “গরমের তীব্রতা আগের দিনের চেয়ে কমেছে, তবে তাপপ্রবাহের বিস্তার বেড়েছে। আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করবে। ২৭ মার্চ থেকে ফের তাপমাত্রা সামান্য বাড়বে। চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে।”
ক্যালেন্ডার এখন চৈত্রের মাঝ সময় পার করছে। এ সময়টায় বাংলাদেশে এমনিতেই গরম বেশি থাকে। বৃষ্টি না হওয়ায় এখন গরম অনুভূত হচ্ছে বেশি।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রোববার থেকে।
মঙ্গলবার চট্টগ্রামের সীতাকু-ে তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।