দেবীদ্বারে মেধাবী শিশু-কিশোরদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মানবতার ফেরিওয়ালাখ্যাত আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা, প্রকৃতি প্রেমী ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে মেধাবী শিশু-কিশোরদের শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও জীববৈচিত্র রক্ষায় পাখিদের জন্য তৈরি করা আবাসন বিতরণ করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় করোনা বিধি মেনে দেবীদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক শিশু-কিশোর সমাবেশে, সুদূর আমেরিকা থেকে পাঠানো জ্যামেতির বক্সসহ শিক্ষার উপকরণ, চকলেট ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও বিতরণ এবং বিদ্যালয়ের আঙ্গীনায়, বাগানে, বৃক্ষের ডালে মাটি ও বাশের তৈরি পাখিদের নিরাপদ আবাসন স্থাপনে ২ শত প্রাথমিক বিদ্যালয় প্রধানদের মধ্যে ওই পাখির বাসা বিতরণ করা হয়।
দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাহেলা আক্তার মজুমদারের সভাপতিত্বে এবং ডা. ফেরদৌস খন্দকারের প্রতিনিধি কাউছার হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর র হমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের উপদেষ্টা ও পৌর আ’লীগ সভাপতি হাজী আবুল কাসেম চেয়ারম্যান। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, তপন পোদ্দার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজিউল হক চৌধূরী, আইটি বিশেষজ্ঞ মো. নাহিদ হাসান, আয়োজক মো. সাইফুল ইসলাম বাবু, মো. আনোয়ার সাদাত, মো. ফয়েজ উদ্দিন মোল্লা, মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, গাজী আসিফ, রোমন খান, মহিউদ্দিন বাহারুল প্রমুখ।
আলোচকরা মানবতার ফেরিওয়ালাখ্যাত আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা, প্রকৃতি প্রেমী ডা. ফেরদৌস খন্দকারকে অভিনন্দন জানিয়ে বলেন, করোনাকালে তিনি সূদূর আমেরিকা থেকে ভিডিও ও অডিও কলে করোনায় আক্রান্তদের বুদ্ধি- চিকিৎসা পরামর্শ দিয়েছেন। নানাভাবে ব্যবস্থাপত্র, ঔষধ, খাদ্য সামগ্রী, ফলফলাদী সরবরাহ সহ যোগাযোগ অব্যাহত রেখেছেন। তার পিতা-মাতার নামে তৈরি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, সাংবাদিক, পুলিশ, ডাক্তার, নার্স, প্রশাসনের লোকজন সহ করোনা যোদ্ধাদের মাঝে পিপি, মাক্স, হ্যান্ড সেনিটাইজার, গ্লাবস, অক্সিজেন মেশিন সহ বিপুল পরিমাণ নানা উপকরণ বিতরণ করেছেন। এখনো তা অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বিগত দুই যুগেরও অধিক সময় ধরে তার মায়ের নামে প্রতিষ্ঠিত ‘বাকসার ‘ফয়জুন্নেছা ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় দরিদ্র, মেধাবী, প্রতিবন্ধীদের শিক্ষা বৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ, দায়গ্রস্থ পিতার কণ্যাদান, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ পার্বনে ঈদ সামগ্রী বিতরনসহ নানা সামাজিককর্মকা- অব্যাহত রেখেছেন। তিনি নতুন করে পরিবেশ ভারসাম্য রক্ষায়, বিশেষ করে আধুনিক সমাজ ব্যবস্থায় বাড়ির আঙ্গীনায় থাকা ঝোপ-ঝার, জঙ্গল ও বৃক্ষ তরুলতা কেটে ফেলায় পাখীরা আবাসন সংকটে পড়ে যায়। আবাসন সংকট নিরসনে তার ভূমিকাটাও খুবই প্রশংসনীয়।