ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
“মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধাবার (২৪ মার্চ) কুমিল্লার ব্রাহ্মণপাড়য় বিশ্ব যক্ষ্মা দিবস পলিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থাসমূহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর আয়োজনে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি ঘুরে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিার ডাক্তার মোঃ জুয়েল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি, ডাক্তার তোফায়েল আহামেদ ভূইয়া, ডাক্তার মুবিন ইমতিয়াজ, ডাক্তার তরেকা রাইহানা। পরিচালনা করেন মেডিকেল অফিসার (ইউনানী) ডাক্তার সোহেল রানা।
সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক ব্রাহ্মণপাড়া শাখার প্রোগ্রম অর্গানাইজার মোঃ বিল্লাল মিয়া, তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স সামছুন নাহার বেগম, কুহিনুর আক্তার, রোকসানা আক্তার, তাহমিনা আক্তার, রুনা লায়লা, সহকারী মেডিকেল অফিসার এ.বি.এম মহিউদ্দিন, আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।