প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
কুমিল্লার
চৌদ্দগ্রামে চাঁদার দাবীতে বাড়ির নির্মাণ কাজ বন্ধের অভিযোগ সংবাদের তীব্র
প্রতিবাদ জানিয়েছেন আমনগন্ডা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাশেম।
তিনি
জানান গত ৯ ফেব্রুয়ারি কুমিল্লা টিভিতে তাঁকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ
প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদে তাঁকে চাঁদাবাজ উল্লেখ করা হয়েছে। মূলত তিনি
একজন ব্যবসায়ী, চাঁদাবাজি কিংবা কোন অপরাধের সাথে তিনি জড়িত নন। তাকে
সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে পূর্ব শত্রুতার জের ধরে একটি
সন্ত্রাসী মহল এই সংবাদ প্রকাশ করেছে। তারা মূলত একদল চিহ্নিত ভূমি দস্যু।
দীর্ঘদিন ধরে তারা অসহায় এবং হিন্দুদের জায়গা জোরপূর্বক দখল করে তাদের
প্রভাব খাটিয়ে আসছে। তারা টাকার বিনিময়ে অসহায় মানুষের বসতবাড়ি, জায়গা অবৈধ
ভাবে দখল করে প্রভাবশালীদের নিকট হস্তান্তর করে। এলাকাবাসীর মতে তারা একদল
ভাড়াটিয়া সন্ত্রাসী এবং এদের দলে চিহ্নিত মাদক কারবারি,হত্যা মামলার আসামী
সহ আরো অন্যান্য অপরাধীরাও রয়েছে। এ জন্যে এদের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ
করতে সাহস পায়না।
প্রকৃত ঘটনা নিয়ে তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি সকাল ৯
টায় একই এলাকার মৃত তরব আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন ৫/৭ জনের একটি
সন্ত্রাসী দল নিয়ে তাঁর মালিকীয় ভূমিতে (যার এস.এ খতিয়ান নং ৪০,আর এস
খতিয়ান নং ৬৩ এবং খারিজ খতিয়ান নং ৫২০ অনুযায়ী মালিক অকিন্দ্র দেবনাথ।
খারিজ নং ২২৫ অনুযায়ী মালিক অকিন্দ্র দেবনাথের ছেলে সুভাস দেবনাথ।৩৩২/২০২১
ছাপ কবলা দলিল মূলে মালিক আমি আবুল কাসেম) প্রবেশ করে ছোট-বড় ফলজ ও বনজ
গাছপালা কেটে ঘর নির্মাণ করতে থাকে। তিনি এসময় বাঁধা দিলে সন্ত্রাসীদল
ধারালো অস্ত্র দিয়ে তাকে ধাওয়া করে। এ ঘটনায় তিনি গত ৬ ফেব্রুয়ারি
চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।