করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ঐক্যফ্রন্টের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। বর্তমানে তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন। শনিবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সুলতান মনসুরের চাচাতো ভাই শফিকুল ইসলাম জায়েদ।
তিনি বলেন, সংসদ সদস্য সুলতান মনসুর বেশ কিছুদিন ধরে জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে আছেন। সুস্থতার জন্য তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জামাল উদ্দীন মুর্শেদ বলেন, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণজনিত রোগীর সংখ্যা ৪৩ জন পাওয়া গেছে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
মৌলভীবাজারে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত বছরের ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত দুই হাজার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।
প্রসঙ্গত. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে বিজয়ী হন। সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহ-সভাপতি ছিলেন।