ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই দিনের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস
Published : Saturday, 27 March, 2021 at 11:01 PM
দুই দিনের মধ্যে ঝড়-বৃষ্টির আভাসদুই বিভাগ ও ১০ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকায় রেকর্ড হয়েছে ৩৬.৭, মাদারীপুরে ৩৬.৩, গোপালগঞ্জে ৩৬.৭, চট্টগ্রামে ৩৭.৫, সন্দ্বীপে ৩৬.৮, কুমিল্লায় ৩৬.১, চাঁদপুরে ৩৬.৮, মাইজদীকোর্টে ৩৭, হাতিয়ায় ৩৬.৫, কক্সবাজারে ৩৮, কুতুবদিয়ায় ৩৬, সিলেটে ৩৬.৬, রাজশাহীতে ৩৬.৬, ঈশ্বরদীতে ৩৬.৮, খুলনায় ৩৭, মংলায় ৩৮, যশোরে ৩৬, কুমারখালীতে ৩৬.৫, বরিশালে ৩৬.৬, পটুয়াখালীতে ৩৭, খেপুপাড়ায় ৩৭.৫ ও ভোলায় ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে। তার পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।