Published : Monday, 5 April, 2021 at 12:00 AM, Update: 05.04.2021 12:53:31 AM
রণবীর ঘোষ কিংকর: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকার আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
তারপর
থেকে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে গণপরিবহনগুলোতে ভীড় জমান যাত্রীরা। লকডাউনে
গণপরিবহন বন্ধের বিষয়ে রবিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি
হওয়ায় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ঘোষণায় মহাসড়কে যাত্রীদের চাপ বাড়ে
দ্বিগুন।
আর সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তিনগুন ভাড়ায় দ্বিগুন যাত্রী বহন করতে দেখা গেছে অধিকাংশ গণপরিবহনে।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লা অংশে অধিকাংশ গণপরিবহনেই এ দৃশ্য দেখা দেখা যায়। তবে
সোমবার থেকে গণপরিবহন বন্ধ হওয়ার ঘোষণা আসায় প্রশাসনের পক্ষ থেকে যেন
‘দেখেও না দেখার ভান’ করে ছিলেন।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে গিয়ে দেখা যায় বাসের
অপেক্ষায় যাত্রীরা দাঁড়িয়ে আছেন। অধিকাংশ বাসেই যাত্রী বোঝাই থাকায় গেইট লক
করে ছুটে চলছে। আর যেসব বাসগুলো যাত্রীর উঠানো-নামানোর জন্য দাঁড়িয়েছে সেই
বাসকে ঘিরে যাত্রীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। আর সেই সুযোগে বাসের চালক ও
হেলপার দ্বিগুন ভাড়া আদায় করে নিচ্ছে।
লাকসাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী
একটি বাসে উঠে দেখা যায়- অর্ধেক যাত্রীর বিপরীতে সকল সিটে যাত্রী বসানোর
পাশাপাশি ইঞ্জিন বক্সের উপর বসিয়ে এবং গাদাগাদি করে দাঁড়িয়ে যাত্রী
তুলেছেন।
আব্দুর রহমান নামের এক যাত্রী জানান- আমি চান্দিনা থেকে গৌরপুর যাব। ৩০ টাকার ভাড়ার স্থলে ৮০ টাকায় ভাড়ায় গাড়িতে উঠেছি।
অপর যাত্রী কুদ্দুস মিয়া জানান- আমি ঢাকা যাব। সাড়ে ৩শ টাকা ভাড়ায় ক্যান্টনমেন্ট থেকে উঠেছি।
ওই
বাসের চালক সুমন মিয়া জানান- কি করবো। গাড়ি থামাতেই যাত্রীরা হুরহুরি করে
গাড়িতে উঠছে। আর কাল থেকে তো (সোমবার) গাড়ি চলবে না। তাই যা পাই নিয়ে নেই।
স্বাস্থ্য
বিধি অমান্য করে যাত্রী বহন এবং কোন প্রকার স্যানিটাইজার ব্যবহার করছেন না
কেন? এমন প্রশ্নে তিনি জানান- যাত্রীরা তো ভাড়া নিয়ে দামাদামি করারই সুযোগ
নাই। আর স্প্রে দিব কখন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির
ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ আহমেদ এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন
করলেও তিনি ফোন রিসিভ করেননি।