ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হচ্ছে বাড়ি
Published : Thursday, 8 April, 2021 at 6:56 PM
প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হচ্ছে বাড়ি রংপুরের পীরগঞ্জে পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছেন আবুল হাসেম ওরফে আগুর মাস্টর। তিনি পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর বৈরাগীপাড়ার বাসিন্দা। তিনি কোন বিদ্যালয়ের শিক্ষক নন। ধর্মীয় শিক্ষা প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার।  

আবুল হাসেম  জানান, বহুদিন থেকে আশা ছিল প্লাস্টিকের বোতল দিয়ে একটি বাড়ি নির্মাণের। প্রথমে তিনি রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন। কয়েক হাজার বোতল সংগ্রহের পর ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুটি রুমের একটি ৯ হাত অপরটি ৮ হাত। রয়েছে এটাস্ট বাথরুমের ব্যবস্থা। ঘরের দেয়াল পর্যন্ত গাথুনি হয়ে গেছে। তিনি জানান, ইট কেনার মতো আমার সামর্থ্য নেই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে দ্বীনি শিক্ষার মাধ্যমে তার সংসার চলে। পরিবারের লোকজন অনেকেই চায়ের দোকানে, মানুষের বাড়ি গিয়ে, রাস্তায় পড়ে থাকা এই বোতল নিয়ে আসেন। এই ভাবে দীর্ঘ ৩ বছরে বোতল সংগ্রহ হয় ১০ হাজার। মিস্ত্রী বলেছে আরো ১২ হাজার বোতল লাগবে। এখন ভাংরি ব্যবসায়ীদের কাছ থেকে বোতল সংগ্রহ করছি। তার এই ব্যতিক্রমি বাড়িটি দেখতে এলাকার অনেকেই আসছেন। তিনি বলেন, ফেসবুকে লালমরিহাটের কালিগঞ্জে একজনের প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি নির্মাণের কথা জানতে পারি। পরে তার সাথে দেখা করে বাড়ি তৈরীর কৌশল শিখে আসি। সেই মোতাবেক বাড়ি তৈরী করছি। তিনি বলেন খুব অল্প দিনের মধ্যে বাড়ি তৈরীর কাজ শেষ করবো।