Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM, Update: 08.04.2021 1:12:45 AM
তানভীর
দিপু: কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য ১ লাখ ৪১ হাজার ডোজ টিকা
এসে পৌছেছে। বুধবার দুপুরে কুমিল্লা সদর হাসপাতালের ইপিআই কোল্ডস্টোরেজে
টিকার এই চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ও পুলিশী নিরাপত্তায়
টিকার এই চালানাটি গ্রহন করা হয়। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ
শাহাদাত হোসেন, বিএমএ সভাপতি আবদুল বাকী আনিস, স্বাচিপ সাধারণ সম্পাদক
মোর্শেদুল আলমসহ ভ্যাকসিন রিসিভ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল
সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ডোজের ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা
প্রথম চালানে এসেছিলো। যার মধ্যে ২ লাখ ১১ হাজার ডোজ টিকা প্রদান সম্পন্ন
হয়েছে। সাধারণ মানুষের মাঝে টিকা পৌছে দেবার জন্য ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে
টিকা কেন্দ্র খোলা হয়েছে। এখনো যারা প্রথম ডোজের টিকা গ্রহন করেননি তাদের
জন্য এখনো নিবন্ধন এবং টিকা গ্রহন কার্যক্রমের জন্য সকল টিকা কেন্দ্র ও বুথ
গুলো সচল আছে।
কুমিল্লায় করোনা সংক্রমণের উর্দ্ধগতি মাথায় রেখে
কুমিল্লা সদর হাসপাতালের নওয়াব ফয়জুন্নেছা ওয়ার্ডে করোনা ইউনিট করা
সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার।
তিনি জানান, কুমিল্লায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তরা যেন সহজে
পর্যাপ্ত সুবিধা পেতে পারে এজন্য কুমিল্লা সদর হাসপাতালে একটি ওয়ার্ডকে ৩০
বেডের করোনা ইউনিট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালকের সাথেও কথা বলা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমরা খুব
দ্রুত পেয়ে যাবো। আশা করি আগামী সোমবারের মধ্যেই সদর হাসপাতালের করোনা
ইউনিটটি চালু হয়ে যাবে।
জানা গেছে, হাইফেøা অক্সিজন ছাড়াও সদর
হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার সব ধরনের ব্যবস্থাই থাকবে। ক্রমান্বয়ে এই
ইউনিটটিতে আইসিইউ চালু করা হবে। এছাড়া খুব শীঘ্রই ৩০ বেড থেকে এটিকে ১০০
বেডে উন্নীত করার চিন্তাও রয়েছে।