সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ জনে।
এছাড়াও একই সময়ে সিলেটের মৌলভীবাজারে করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট ২৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের আরও ২৫ জন রয়েছেন।
এছাড়াও একই সময়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫০৭ জন। এছাড়া এ পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ২ জন।