বারী উদ্দিন আহমেদ বাবর,
কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি সংক্রান্ত শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শক্রবার সন্ধ্যায় উপজেলার জোড্ডা ইউনিয়নের আটঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা ইউনিয়নের আটঘরা দক্ষিণ পাড়া গ্রামে শক্রবার বিকেলে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শফিক ও জাফর পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোঃ শামছুল হকের ছেলে আবু জাফরের নেতৃত্বে আলী মিয়ার ছেলে সিরাজুল হক (৫০), খোদেজা বেগম (৫০), জাফরের স্ত্রী সকিনা বেগম (৫০), জাফরের মেয়ে মুর্শিদা আক্তার (২১), দেশীয় অস্ত্রÑশস্ত্র, দা, বটি, লাঠি শাবল নিয়ে হামলা চালিয়ে মৃত-বন্দে আলীর ছেলে শফিকুর রহমান (৭০), রফিকুলের স্ত্রী নিলুফা বেগম (৪০), শফিকুরের স্ত্রী আফিয়া খাতুন (৬৫) ও তাহেরুল আফছার রোবেল (১৭) এর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহদের উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ওই দুই পরিবারের মধ্যে প্রায় ৪ বছর যাবৎ সম্পত্তি সংক্রান্ত মামলা চলমান ও শত্রুতা রয়েছে।