ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের হয়ে একাই লড়লেন বাবর আজম
Published : Monday, 12 April, 2021 at 8:40 PM
পাকিস্তানের হয়ে একাই লড়লেন বাবর আজমজিতলেই ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত, হারলে সিরিজে ভাগ বসানোর সুযোগ পাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এমন সমীকরণ সামনে রেখে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেমে মাত্র ১০ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।

২.৫ ওভারে ১০ রানে মোহাম্মদ রিজওয়ান ও শারজিল খান আউট হলে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন তারা। ২৩ বলে ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হাফিজ।

এরপর বাবর আজম উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন হায়দার আলী, ফাহিম আশরাফ ও হাসান আলীরা। হায়দার আলী ও হাসান আলী ফেরেন ১২ রান করে। ৫ রানের বেশি করতে পারেননি ফাহিম আশরাফ।

১৭.৫ ওভারে দলীয় ১২৮ রানে ফিফটি পূর্ণ করেই আউট হন বাবর। তার আগে ৫০ বলে ৫টি চারের সাহায্যে করেন ৫০ রান। বাবর আউট হওয়ার পর স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন মোহাম্মদ নওয়াজ।  ৪ রানে রান আউট হন উসমান কাদের।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৪০/৯ (বাবর আজম ৫০, মোহাম্মদ হাফিজ ৩২; জর্জ লিন্ডে ৩/২৩, লিজাড উইলিয়ামস ৩/৩৫)।