নিজস্ব প্রতিবেদক।।
বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার রাজগঞ্জ ও নিউমার্কেট বাজারে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে তিনটি মুদি দোকান, সবজি দোকান, মাংসের দোকান ও একটি খাওয়ার হোটেল রয়েছে।
সোমবার এই অভিযান পরিচালনায় ৬ প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, সোমবার রাজগঞ্জ ও নিউমার্কেট বাজার এলাকায় তদারকি অভিযান এবং মাইকের মাধ্যমে করনীয় ও বর্জনীয় বিষয়ে সচেতন করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩টি মুদির দোকান, একটি সবজির দোকান, একটি মাংসের দোকান ও একটি হোটেলসহ মোট ০৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯হাজার ৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।