ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রস্তুতির ঘাটতি নিয়ে আরেকটি সফরে বাংলাদেশ
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM
মুমিনুল হক দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শ্রীলঙ্কা সফরের আগে। কিন্তু চার ইনিংসে হাসেনি তার ব্যাট। রান করেছেন সব মিলিয়ে ৪৩। সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান। দুই ম্যাচে সেঞ্চুরিসহ রান ২৩৫। ইয়াসির আলী, কাজী নুরুল হাসান সোহানদের ব্যাট থেকে আসেনি রান। সাদমান ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় খেলার সুযোগই পাননি। শুভাগত হোম অবশ্য দ্যুতি ছড়িয়েছেন। দুই টেস্টে ১৬৩ রান ও ৭ উইকেট পেয়েছেন। এছাড়া নিউ জিল্যান্ড সফরের দলে থাকা যারা দ্বীপরাষ্ট্রে গিয়েছেন তাদের ঝুলিতেও নেই ভালো সুখস্মৃতি।
তাসমান পাড়ের শহর থেকে এসে সময়ও মেলেনি ভুল শুধরানোর। ফলে প্রস্তুতি ‘আগের মতো’ বলা ছাড়া উপায়ও নেই কারও। দুই-একটি ব্যতিক্রম ছাড়া প্রস্তুতির ঘাটতি নিয়ে শ্রীলঙ্কার বিপে দুই টেস্ট খেলতে গেলো বাংলাদেশ দল। মুমিনুলের সহজ স্বীকারোক্তি, ‘আমি বলবো না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। যারা লাল বলে খেলেছে, তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। যারা সাদা বলে খেলছে, তারা অনেক দিন ধরে খেলছে। জানে কীভাবে (লাল বলে মানিয়ে নিতে) কী করতে হয়।’
প্রস্তুতির ঘাটতির কথা জানাতে গিয়ে মুমিনুল করোনাকালের প্রস্তুতির কথাই সামনে আনলেন, ‘করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি ওইভাবে নিতে পারবেন না। কিন্তু যেভাবে দরকার, আমার মনে হয়, আমরা নিতে পারছি। যারা শুধু টেস্ট খেলে, তারা দুইটা চার দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। ’
বাংলাদেশ অনেক দিন ধরেই প্রস্তুতি ঘাটতি নিয়ে সাদা বলের ক্রিকেট খেলতে মাঠে নামছে। ভারতে দুই টেস্টের আগে বাংলাদেশের মনোযোগ ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে। পাকিস্তানে একমাত্র টেস্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ মেলেনি। এবার লড়াই এশিয়ার আরেক দল শ্রীলঙ্কার বিপ।ে সবশেষ ২০১৭ সালে দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলেছিল দল। গলে ম্যাচ হারলেও বাংলাদেশ কলম্বোতে বিজয়ের পতাকা উড়ায়। নিজেদের শততম টেস্ট জিতে নেয়।
সেই স্মৃতি ব্যর্থতার পাহাড়ে চাপা পড়েছে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যেখানে বাংলাদেশের অবস্থান তলানিতে। নিজেদের জন্য হলেও বাংলাদেশ ভালো কিছু করতে চায়। এজন্য মানসিক লড়াইয়ে জেতার তাগিদ দিলেন মুমিনুল, ‘মাঝেমধ্যে মানসিকভাবেও বিষয়গুলো মানিয়ে নিতে হয়। মানসিক লড়াইয়ে যদি আপনি জিততে পারেন মাঠের কাজগুলোও তখন সহজ হতে পারে।’
এছাড়া দেশ ছাড়ার আগে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনও জানিয়ে গেলেন, দল জয়ের জন্যই খেলতে নামবে। তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপ)ে আমরা চার দিন আধিপত্য করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’