মো. মিজানুর রহমান ||
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। তিনি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলমান উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এসময় তিনি নিজ কর্মক্ষেত্র ত্যাগ না করতে ও অতিপ্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাসায় থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানসহ জেলা ও উপজেলা প্রকৌশলীগণ অংশ গ্রহণ করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় কুমিল্লা থেকে ভার্চুয়ালি যুক্তহন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র প্রকৌশলী মফিজ উদ্দিন বাবলু, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) বিপ্লব বিশ^াস, সহকারী প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, কুমিল্লা জেলার সকল উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন, উচ্চমান সহকারী ইকবাল হোসেনসহ প্রমুখ।