দেবিদ্বার প্রতিনিধি।
করোনাভাইরাসের কারণে থমকে গেছে সারাবিশ্ব। বাদ যায়নি বাংলাদেশেও। যার প্রভাবে দেবিদ্বারে চলছে লকডাউন। আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অসহায় ও অসচ্ছল ও কর্মহীন পরিবারগুলো। খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মাহে রমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও মোহনপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মিঠু।
সোমবার সকালে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি ছোলা, দুই কেজি পেয়াজ, একলিটার তেল, এক কেজি ডাল,আধা কেজি খেজুর।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও মোহনপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মিঠু জানান, আসন্ন মাহে রমজান উপলক্ষে করোনার এ পরিস্থিতির মধ্যে যাতে ঘর থেকে বের না হয় সে লক্ষ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, করোনাকালীন সময় ছাড়াও এ ইউনিয়নের যেকোন বিপদ আপদে সকলের পাশে থাকব। বিগত বছরও সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছি এবারও এর ব্যতিক্রম হয়নি।