ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM
দেবিদ্বারে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতাদেবিদ্বার প্রতিনিধি।  
করোনাভাইরাসের কারণে থমকে গেছে সারাবিশ্ব। বাদ যায়নি বাংলাদেশেও। যার প্রভাবে  দেবিদ্বারে চলছে লকডাউন। আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অসহায় ও অসচ্ছল ও কর্মহীন পরিবারগুলো। খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মাহে রমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও মোহনপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মিঠু।
সোমবার সকালে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি ছোলা, দুই কেজি পেয়াজ, একলিটার তেল, এক কেজি ডাল,আধা কেজি খেজুর।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও মোহনপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মিঠু জানান, আসন্ন মাহে রমজান উপলক্ষে করোনার এ পরিস্থিতির মধ্যে যাতে ঘর থেকে বের না হয় সে লক্ষ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, করোনাকালীন সময় ছাড়াও এ ইউনিয়নের যেকোন বিপদ আপদে সকলের পাশে থাকব। বিগত বছরও  সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছি এবারও এর ব্যতিক্রম হয়নি।