Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM, Update: 13.04.2021 12:22:24 AM
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কর্মসূচী অনুযায়ী কুমিল্লায় দণি জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যেগে করোনা রোগীদের জন্য টেলি মেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা দনি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন এ সেবামূলক কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দনি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার, কুমিল্লা দণি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহসিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অধ্য জাকের হোসেন, সহ-সভাপতি কিংকর দেবনাথ, সহ-সভাপতি কামরুল হাসান দুলাল , যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাতুল, প্রচার সম্পাদক আখি আলম রকি, আইনবিষয়ক সম্পাদক এড.আবদুল আলিম, আলমগীর হোসেন ভূইয়া, মাজহারুল ইসলাম, আমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ডা. সুমিত সাহা, ডা.সাজ্জাদ হোসেন ভুইয়া, ডা.দীপ্ত সাহা, ডা.আবদুল কাইয়ুম, আরিফুর রহমান প্রমূখ।
টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, জেলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য সার্বণিক তিনটি এ্যাম্বুলেন্স চালু থাকবে। এছাড়াও ৬ জন ডাক্তার নিয়মিত টেলিফোনে সেবা দিবেন।