ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে গৃহহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM, Update: 13.04.2021 12:22:30 AM
মনোহরগঞ্জে গৃহহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসকমোঃ হুমায়ুন কবির মানিক।
কুমিল্লার মনোহরগঞ্জে গৃহহীনদের জন্য সরকারি বরাদ্দের ঘর নির্মাণ কাগজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার সকালে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের মুজিবপল্লীতে নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।
ঘর নির্মাণ কার্যক্রম ও উপকারভোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের পর তিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকারের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ প্রমুখ।
জেলা প্রশাসকের সাথে আলাপচারিতায় নির্মাণাধীন ঘর প্রাপ্তির তালিকাভুক্ত গৃহহীনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্মাণ কাজ শেষে চলতি মাসের মধ্যেই গৃহহীনদেরকে নতুন ঘর হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।