ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতর
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM, Update: 13.04.2021 12:22:33 AM
বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরসৌরভ মাহমুদ হারুন ।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং, কুমিল্লার আয়োজেন ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির ল্েয ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা
বানিন রায়। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া তাসমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. খোরশেদ
আলমসহ অন্যান্য কৃষি কর্মকর্তাগণ। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাথাপিছু ৫ কেজি উপসি ও আউস, ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক এক বিঘা করে ৭০০ জন কৃষক ৭০০ বিঘা জমিতে ব্যবহারের জন্য উক্ত সার ও বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।