ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৬ সহ¯্রাধিক ইয়াবা ট্যাবলেট ও ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার ও কাশিপুর এবং কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় পৃথক অভিযানে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযান তিনটির মধ্যে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকা থেকে মোঃ সুমন মিয়া নামে ব্যক্তি থেকে ৬ হাজার ১৫০ পিস ইয়াবা ও একই উপজেলার কাশিপুর এলাকা থেকে মোঃ মইন উদ্দিনের কাছ থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্য একটি অভিযানে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে মোঃ আশিক নামে এক ব্যক্তি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের মৃত কালামিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩৫), নোয়াখালীর চাটখিল উপজেলার অমরপুর গ্রামের মৃত মমিন উল্লাহর ছেলে মোঃ মইন উদ্দিন (৩৪) ও কুমিল্লার বি-পাড়া উপজেলার তিতাভুমি গ্রামের মৃত আঃ বারেকের ছেলে মোঃ আশিক (২২)।
উল্লেখ্য যে, উক্ত অভিযানে মইন উদ্দিনের (৩৪) মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।