ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দারুণ বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
Published : Thursday, 15 April, 2021 at 9:58 PM
দারুণ বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেটদুয়েকটি বাজে ডেলিভারি বাদে মুস্তাফিজুর রহমান প্রায় নিখুঁত লাইন-লেংথে বোলিং করে গেলেন শুরু থেকে। মিলল সাফল্যও। আইপিএলে প্রথম ম্যাচে খরুচে বোলিংয়ের হতাশা পেছনে ফেলে এবার দ্যুতি ছড়ালেন বাঁহাতি পেসার।
মুম্বাইয়ে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লি ২০ ওভারে তুলতে পারে ১৪৭ রান।

নতুন দলের হয়ে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ।