ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবদুল মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়
Published : Wednesday, 14 April, 2021 at 7:24 PM, Update: 14.04.2021 7:27:50 PM
 আবদুল মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়আগামীকাল বৃহস্পতিবার হাইকোর্ট প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন।
অ্যাডভোকেট মহিন জানান, বৃহস্পতিবার সকালে হাইকোর্টে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা হবে। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি।

বুধবার ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।