ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে অধ্যাপক মোজাফফর আহমদের শততম জন্মদিন পালিত
Published : Friday, 16 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে অধ্যাপক মোজাফফর আহমদের শততম জন্মদিন পালিত হয়েছে। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে স্বাস্থবিধি মেনে গত বুধবার সকাল ১০টায় নিজ গ্রাম এলাহাবাদে তাঁর সমাধীতে পুস্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করে বিভিন্ন সংগঠন।
দেশের বাম রাজনীতির প্রবাদ পুরুষ, মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অন্যতম উদ্যোক্তা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধীতে পুস্পস্তবক অর্পণ করেন ন্যাপ কেন্দ্রীয় কমিটি, কুমিল্লা (দঃ) জেলা ন্যাপ, দেবিদ্বার উপজেলা ন্যাপ, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলাবাহিনী, এলাহাবাদ মহাবিদ্যালয়, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন ন্যাপের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য গোলাম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য অনীল চক্রবর্তী, গেরিলা কমান্ডার সাবেক ও কুমিল্লা (উঃ) জেলা ন্যাপের সভাপতি মোস্তাকুর রহমান ফুল মিয়া, কুমিল্লা (দঃ) জেলা ন্যাপ নেতা আঃ হাই, দেবিদ্বার উপজেলা ন্যাপের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বুলবুল, মোসলেহ উদ্দিন মিছির মাস্টার, আবদুল মান্নান মনু, বশির আহমেদ প্রমুখ।