Published : Tuesday, 20 April, 2021 at 12:00 AM, Update: 20.04.2021 1:21:49 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় নতুন করে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে
জেলায় এই পর্যন্ত ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪
ঘন্টায় কুমিল্লার চান্দিনায় একজন করে জেলায় আরও ২ জন করোনায় মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে দুইজনই পুরুষ। এনিয়ে জেলায় ৩৪৬ জন করোনায় মারা গেছেন।
কুমিল্লা
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার প্রাপ্ত ৪৭৫টি রিপোর্টের
মধ্যে নতুন করে কুমিল্লা ৭৮জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে মারা গেছেন
আরও ২ জন।
শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়
৪৩ জন। এছাড়া সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া, হোমনা, লালমাই ও মুরাদনগরে একজন
করে, বুড়িচং, দাউদকান্দিতে দুইজন করে, চান্দিনা, লাকসামে চারজন করে, বরুড়ায়
আটজন এবং আদর্শ সদরে সাতজন।
এদিকে মারা যাওয়া দুইজনের মধ্যে, কুমিল্লার এক পুরুষ (৭০), চৌদ্দগ্রামে (৬০)। করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।