ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ট্রেলারের ধাক্কায় ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীর উপর, নিহত ৩
Published : Tuesday, 20 April, 2021 at 12:38 PM, Update: 20.04.2021 1:01:38 PM
 কুমিল্লায় ট্রেলারের ধাক্কায় ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীর উপর, নিহত ৩ মাসুদ আলম।।
পিছন থেকে মালবাহী ট্রেলারের সজোরে ধাক্কায় ট্রাক উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে। এসময় ট্রেলারের চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীসহ (৩৫) তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার এসআই মো. আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকামূখী একটি ট্রেলার পিছন থেকে সজোরে ধাক্কায় ঢাকামুখী আরেকটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। ট্রাক উল্টে পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর শরীরে গিয়ে পড়ে।
এসময় এসময় ট্রেলারের চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীসহ (৩৫) তিন জন নিহত হয়। তাৎক্ষনিক নিহত কোন ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। সেই সাথে দুর্ঘটনার ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করেছে।