ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৬ জুন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদালত আগামী ৬ জুন দিন ধার্য করেন।
এর আগে সোমবার (১৯ এপ্রিল) ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে নুরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের অংশবিশেষ এজাহারে উল্লেখ করেছেন বাদী। এজাহারে অভিযোগ করে বলা হয়, ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এর আগে গত রবিবার (১৮ এপ্রিল) নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় একই অভিযোগে ও একই আইনে আরেকটি মামলা করা হয়।