ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিট উদ্বোধন আজ
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলশেনসহ ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ল্েয জরুরী ভিত্তিতে আজ বুধবার কোভিড ইউনিট উদ্বোধন করা হবে।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং গত ১৭ এপ্রিল কুমিল্লা জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের আলোকে তা বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন দিগন্ত, ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি ড. শাহ্ মোঃ সেলিমসহ স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।