ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘সীমিত পরিসরে’ অভ্যন্তরীণ ফাইট চালু বুধবার
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে লকডাউনের মধ্যে সীমিত পরিসেরে অভ্যন্তরীণ গন্তব্যে ফাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপ (বেবিচক)। কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার থেকে যাত্রীবাহী ফাইট চলাচল করবে বলে বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রবাসী কর্মীরা যারা ঢাকার বাইরে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিদেশ যাবেন বা এখানে পৌঁছে ঢাকার বাইরে যাবেন মূলত তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
“তবে এসব ফাইটে অন্যরাও চলাচল করতে পারবেন।”
লকডাউনের মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে সাধারণ যাত্রীবাহী ফাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে।
শুধু প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফাইট চলছে।
এর মধ্যে মঙ্গলবার দুপুরে ‘বিশেষ বিবেচনায়’ বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্সকে চীনে ফাইট পরিচালনার অনুমতি দেওয়ার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে দেশে লকডাউন চলছে। তখন থেকেই অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফাইট চলাচল বন্ধ ছিল।