Published : Thursday, 22 April, 2021 at 12:00 AM, Update: 22.04.2021 12:45:12 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় ও দিনমজুরদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা।
বুধবার বিকালে দাউদকান্দির আঙ্গাউড়ায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ৬০ জনের মাঝে এই ইফতার সামগ্রী তোলে দেন তিনি। সামগ্রীর মধ্যে ছিলো চাউল, আলু, পেয়াজ, ছোলা, তেল, মুড়ি, সাবান, মাক্স ইত্যাদি।
করোনা ভাইরাস প্রকোপ বৃদ্ধিতে সরকার সারা দেশে লডডাউন ঘোষণা করে। এতে গরীব, অসহায় ও দিনমজুর অনেকটা কষ্টে জীবন যাপন করছেন। ঠিক এই মুহুর্তে অসহায়দের জন্য আর্শিবাদ হয়ে আসেন সিনিয়র এএসপি মো: জুয়েল রানা। মানবিক এই পুলিশ কর্মকর্তার মহতী উদ্যোগে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য এএসপি মো: জুয়েল রানা দাউদকান্দি সার্কেলে যোগদানের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রসংশনীয় ভূমিকা রাখছেন।