![করোনায় আটদিনে সারাদেশে ১৬৭ কারাবন্দি শিশুর জামিন করোনায় আটদিনে সারাদেশে ১৬৭ কারাবন্দি শিশুর জামিন](https://www.comillarkagoj.com/2021/04/23/1619179681.jpg)
নিজস্ব প্রতিবেদক ||
করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়েন গত আট কার্যদিবসে সারাদেশের শিশু আদালত থেকে ১৬৭ জন কারাবন্দি শিশু জামিন পেয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত শিশু আদালতসমূহ থেকে ৩২টি শুনানি এবং ১৭ জন শিশু মুক্ত হওয়ার তথ্য আমরা পরে পেয়েছিলাম। যা মোট তথ্যের সঙ্গে যোগ করা হয়েছে এবং তাতে জামিন পাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জন।
তিনি আরও বলেন, এছাড়া গত ২২ এপ্রিল সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩২টি জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং তার মধ্যে ১ হাজার ৫৯২ জন হাজতি জামিন পেয়েছেন।