ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হত্যকাণ্ডের বিচারে দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Published : Saturday, 24 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার||
কুমিল্লার দেবিদ্বারে মাদরাসাছাত্র হাফেজ অলিউল্লাহ স্বাধীনের (১৬) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নিহত স্বাধীনের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার বিষ্ণুপুর হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার এমএ আবদুস সালাম, আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ সেলিম, নজরুল ইসলাম, খোরশেদ আলম সরকার, ধুনু মিয়া স্বর্ণকারসহ নিহত স্বাধীনের বাবা মো. মোবারক  হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ অলিউল্লাহ স্বাধীনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সামান্য মুক্তিপণের জন্য একজন মানুষকে কেউ এভাবে মারতে পারে না। নিহত স্বাধীনের বাবা মোবারক হোসেন বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দিয়েছে আমি তাদের ফাঁসি চাই।         
ঘটনার বিবরণে জানা গেছে, দেবিদ্বার থেকে চাকরির কথা বলে কৌশলে বান্দরবানের লামায় নিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে স্বাধীন নামে এক মাদরাসা ছাত্রকে খুন করে মাটিচাপা দেয় ফায়েজ ও আরিফুল ইসলাম দুই ব্যক্তি। এ ঘটনায় পুলিশ  ফায়েজ ও আরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের প্রত্যান্ত শিংঝিরি এলাকায় মাটিচাপা অবস্থায় ২৫দিন পর অলিউল্লাহ স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বাধীন (১৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।