ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিখোঁজের একদিন পর লাশ ভেসে উঠলো গোমতীতে
Published : Saturday, 24 April, 2021 at 12:00 AM
মাসুদ আলম: কুমিল্লায় নিখোঁজের একদিন পর গোমতি নদীর ব্রিজের নিচ থেকে শাহ আলম মিয়া (৪৫) নামের এক যুবকের মরদেহ  উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) নগরীর টিক্কাচর ব্রিজের নিচ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহ আলম মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাবা সাহেব বাড়ি মাজার সংলগ্ন এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শাহ আলম মিয়া গোমতি নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠে।
কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক জানান, গোমতী নদীর টিক্কারচর ব্রিজের নিচের ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মারা যাওয়ার বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।