ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পূর্ণমতি-আছাদনগর সড়কে সংস্কার হচ্ছে ৩ কিলোমিটার এলাকা
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি ডিসি রোড হতে কোরিয়ান সড়কের জগতপুর - আছাদ নগর পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ সড়ক জুড়ে ভাঙ্গাচুরা এবং খানা খন্দের সৃষ্টি হওয়ায় সড়ক অবস্থা বেহাল। এ বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলকারী হাজার হাজার যাত্রী ও সাধারণের ব্যঘাত ঘটছে প্রতিদিন। তাই এ সড়কটি নিজ উদ্যোগে সংস্কারের ব্যবস্থা নিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, দড়িয়ার পাড় ঈদগাহ কবরস্থানের সংস্কার কমিটির আহবায়ক, পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ৩ বারের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি গত কয়েক দিন ধরে কয়েক ল টাকা বাজেট করে সড়কের খানা খন্দে ইট ফেলে সংস্কার চালিয়ে যাচ্ছেন।
এসড়ক দিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, পণ্যবাহী বিভিন্ন যান বাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। দীর্ঘ ৫ বছরের অধিক সময় ধরে এ সড়কটি দিয়ে আশেপাশের ৬-৭ গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই সিএনজি অটোরিকশা সড়কের খানা খন্দে বিভিন্ন যান বাহন পতিত হয়ে বহু লোকজন আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম জানান জেলার বুড়িচং উপজেলার পূর্নমতি ডিসি রোড হতে জগতপুর -আছাদনগর পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ কাঁচা রাস্তা কোরিয়ান কোম্পানি ২০১১-২০১২ সনে সম্পূর্ণ পাকা সড়ক করে দেন। এর পূর্বে এ রাস্তাটি ছিল জগতপুর ও আশে পাশের চলাচলকারী লোকজনের জন্য একটি দূর্যোগের রাস্তা। কোরিয়ান কোম্পানি সড়কটি করে দেয়ায় এলাকাবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা হল। এ সড়কের সুফল ভোগ করেছে এলাকাবাসী দীর্ঘদিন। কিন্তু ৪-৫ বছর অতিবাহিত হওয়ায় সড়কটি ধীরে ধীরে সড়কের মাঝে ও পাশে ছোট বড় ভাঙ্গাচুরার সৃষ্টি হয়। পুরো ৩ কিঃ মিঃ সড়ক জুড়ে দেখা মারাত্মক ঝুঁকি। এতে করে ৪-৫ গ্রামের হাজার হাজার যাত্রীদের দেখা ঝুঁকি। এ ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে করে চলাচল করতে।
জগতপুর গ্রামের মোঃ মনির হোসেন ভূইয়া, আবাদ হোসেন, সেলিম ও হুমায়ুন কবির সহ অনেকে বলেছে ৫- ৬ বছর ধরে আমাদের এলাকা বাসী জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গাচুরা সড়ক দিয়ে চলাচল করছে নানা শ্রেণি পেশার লোকজন। এ সড়কটি এ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। এসমস্ত খানা খন্দে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেকে মারাত্মক ভাবে আহত হয়ে বাড়ি বন্দি আছেন। সম্প্রতি আহত হয়েছেন তারা হল জগতপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ জজু মিয়া, মৃত্যু আব্দুল বারেকের ছেলে ফেরদৌস, কাউসার সহ আরো অনেকে।
আবুল হোসাইন বিএসসি (মাষ্টার) বলেন এ সড়কের এমন অবস্হার সৃষ্টি হয়েছে যে কোন অসুস্থ রোগী কে এসড়ক দিয়ে নেয়া সম্ভব না। সুস্থ লোকজন এসড়ক দিয়ে চলাচল করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এক কথায় এসড়কটি সীমাহীন দুর্ভোগের কারণ দাড়িয়েছে। সড়কটি করার পর তার দেখভালের জন্য আর কেউ ছিল না। মানুষের দুঃখ দুর্দশার দেখা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পূর্নমতি গ্রামের সমাজ সেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন বড় হৃদয়ের পরিচয় দিয়ে সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন। তিনি আরো জানান যে ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন ৩ কিঃ মিটার সড়কটিতে ইটের কংক্রিট ফেলে গর্ত সমূহ ভরাট করা শুরু করেছেন। এতে মানুষ পায়ে হেটে ও আরামে চলতে পারবে আর সেই সাথে যান বাহনে চলাচলে ও ঝুঁকি কেটে যাবে আগের মতো অবস্থায় ফিরে আসবে।
এদিকে কথা হয় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন এর সঙ্গে। তিনি বলেন, বিগত ১০-১২ বছর পূর্বে একটি কোরিয়ান কোম্পানি সড়কটি করে দিয়ে এলাকা বাসীর মহা উপকার করেছিল। যার সুফল এলাকা বাসী ভোগ করেছিলেন। ৫-৬ বছর ধরে সড়কটি ধীরে ধীরে তি সাধিত হয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে। মানুষের চলাচলে বিঘিœত হচ্ছে দেখে নিজের কাছে খুব খারাপ লাগে। মানুষের যাতে চলাফেরায় কষ্ট না হয় সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আরো বেশি বা যত টাকা লাগে আমি পুরো সংস্কার কাজ করবো। আমি চাই এ এলাকার জনগনের চলাচলে কোন সমস্যা যেন না হয়। এছাড়া সমাজের ছোট খাট সমস্যা গুলো আমি সমাধানের চেষ্টা করে যাচ্ছি।