
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভিপি মো. জাকির হোসেন ভূইয়া (৫২) করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি..... রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক ভিপি জাকির হোসেন ভূইয়া গত এক মাস যাবত করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ওই হাসপালে দীর্ঘ একমাস চিকিৎসাধীন থেকে শনিবার (২৪ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। সাবেক ভিপি জাকির হোসেন ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা (ভিপি) ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
পরে একইদিন তার নিজ গ্রাম উপজেলা পূর্ব চন্ডিপুর এলাকায় বাদ বাদ আসর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায়, উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ তার পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা।