ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের
Published : Sunday, 25 April, 2021 at 8:03 PM
সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের রাজশাহীর দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে সাগর হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর হোসেন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে সাগর মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় মাটিবহনের একটি ট্রাক্টরে সাগর হোসেনসহ তার আরেক সহপাঠী উঠে বসে। পথে ভাঙা রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে সাগর ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।