ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জাল ডলার তৈরির সরঞ্জাম ও বিদেশি নাগরিকসহ ৫ প্রতারক আটক
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM, Update: 25.04.2021 12:54:03 AM
কুমিল্লায় জাল ডলার তৈরির সরঞ্জাম ও বিদেশি নাগরিকসহ ৫ প্রতারক আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জাল ডলার তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও এক বিদেশি নাগরিকসহ পতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামে অভিযান চালিয়ে জাল ডলারসহ এই প্রতারকদের আটক করা হয়। শনিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানায় র‌্যাব।
আটককৃত হলেন গিনির নাগরিক জোসেফ চুকু (৪১), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ওদুদ সরকার (৪০), আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন (২৮), আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন দেওয়ান (২৮) ও ভাই মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।
আটক বিদেশী নাগরিক জোসেফ চুকুর পাসপোর্ট নং- অঅ০২১১ই। বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং-৩৬,বসুন্ধারা, ঢাকা।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, বিদেশি এই প্রতারক গিনির নাগরিক বলে জানতে পেরেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। প্রতারকদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।