ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে ইট ভাঙার মেশিন উল্টে প্রাণ গেল শ্রমিকের
Published : Sunday, 25 April, 2021 at 8:35 PM
চট্টগ্রামে ইট ভাঙার মেশিন উল্টে প্রাণ গেল শ্রমিকের চট্টগ্রামের পটিয়ার শান্তির হাট এলাকায় ইট ভাঙার মেশিন উল্টে মো. সোহেল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ভোলার লালমোহন থানার ভাঙাপোল এলাকার কবীর হোসেনে ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়া এলাকা থেকে ইট ভাঙার মেশিন উল্টে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’