ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মার্কেটে পুলিশের অভিযান, মাস্ক বিতরণ
Published : Thursday, 29 April, 2021 at 7:21 PM
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মার্কেটে পুলিশের অভিযান, মাস্ক বিতরণইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকান-পাট ও শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে  থানা পুলিশ। স্বাস্থ্য বিধি নিশ্চিত ও কেনাকাটা করতে আসা মানুষদেরকে সচেতন করতেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা।
    জানা গেছে, করোনা ভাইরাস ২য় ধাপের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও মানুষকে সচেতন থাকার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বিভিন্ন শপিংমলে গিয়ে থানার ওসি আপ্পেলা রাজু নাহা সকল জনসাধারনকে স্বাস্থ্যবিধি মানার জন্য নিদের্শ করেন।
    মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করার জন্য মানুষের ভিড় দেখা যায়। অভিযানকালে জনসাধারণ যেনো স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করে এব্যাপারে ব্যবসায়ীদেরকেও সচেতন করেন পুলিশ। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য নেওয়া হবে বলে জানান ওসি আপ্পেলা রাজু নাহা। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সচেতনা মূলক প্রচারে ব্রাহ্মণপাড়া সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজ্জামেল হক দুলাল ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ থানার পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রতিটি এলাকায় ও প্রতিটি হাট বাজার, শপিংমলে থানা পুলিশের এই প্রচার অভিযান অব্যাহত থাকবে।