ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় শপিং মলে পুলিশের অভিযান
সচেতন হওয়ার জন্য আহবান
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM, Update: 29.04.2021 1:05:46 AM
কুমিল্লায় শপিং মলে পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় করোনার প্রকোপ ঠেকাতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিভিন্ন দোকান-পাট ও শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। স্বাস্থ্য বিধি নিশ্চিত ও কেনাকাটা করতে আসা মানুষদেরকে সচেতন করতেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সপার আজিম উল আহসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, করোনা ২য় ধাপ ঠেকাতে কুমিল্লা জেলা পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগ বাস্তবায়নের গতকাল দুপুরে কুমিল্লা শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও মানুষকে সচেতন থাকার জন্য কুমিল্লা শহরের বড় বড় শপিংমলে গিয়ে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আজিম উল আহসান সকল জনসাধারনকে স্বাস্থ্যবিধি মানার জন্য নিদের্শ করেন।
মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করার জন্য মানুষের ভিড় দেখা যায়। অভিযানকালে জনসাধারণ যেনো স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করে এবং দোকানদারকেও সচেতন করা হয়। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার আজিম উল আহসান। কুমিল্লা জেলা পুলিশের সচেতনা মূলক প্রচারে সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং কুমিল্লা জেলা পুলিশের এই প্রচার অব্যাহত থাকবে।