Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM, Update: 29.04.2021 1:04:31 AM
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের মেয়ে মোসারাত জাহান মুনিয়া হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল সকালে এক প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। সভায় বক্তাগণ মুনিয়া হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বলেন, এই মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতি ও মেধাবী ছাত্রী। সে আতœহত্যা করবে বলে আমার মনে হয়না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দোষীদের যতদ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান তিনি।
সভায় আরো বক্তৃতা করেন ডেপুটি কমান্ডার জনাব শৈলপতি নন্দন চৌধুরী, একেএম জামাল খান, রেজাউর রহমান বুলবুল, নাজিম উদ্দিন, উপজেলা কমান্ডার শাহ্জাহান সাজু, আজিজুল বাশার, ফজলুর রহমান সরকার প্রমুখ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। সভায় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।