Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM, Update: 28.04.2021 1:30:13 AM
স্টাফ রিপোর্টার।।
ঢাকার
গুলশানের একটি বাসায় উদ্ধার হওয়া কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ
কুমিল্লা নগরীর টমসনব্রিজ কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
বিকালে বাদ আছর জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয়
কাউন্সিলররাসহ প্রতিবেশিরা অংশ নেন। এর আগে বিকেল ৪টায় তার মরদেহ ঢাকা থেকে
কুমিল্লা বাগিচাগাঁওয়ে বড় বোনের বাসায় নিয়ে আসা হয়। কুমিল্লায় আসার পর মুনিয়ার বড় বোন ইসরাত জাহান তানিয়া জানান, এটি কি আত্মহত্যা, নাকি হত্যা সেটি তদন্তেই বেরিয়ে আসবে।
নিহতের
বড় ভাই আশিকুর রহমান সবুজ জানান, দীর্ঘ দিন নিয়মিত যোগাযোগ না থাকলেও
মুনিয়া আত্মহত্যা করতে পারে এটা মনে হয় না। ঘটনাটি রহস্যজনক বলেই মনে হয়।
মুনিয়া
কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার উজির দিঘির পাড়ের বাসিন্দা বীর
মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। সে মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল
অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৬ এপ্রিল)
সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্যাট থেকে তার মরদেহ উদ্ধার
করা হয়।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন।