কুমিল্লায় প্রবাসী হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক:
কুমিল্লার
লালমাইয়ে প্রবাসী মনির হোসেন হত্যার বিচার দাবী করছে তার পরিবার। মঙ্গলবার
দুপুরে সৌদি আরব থেকে তার নিজ বাড়ি দুতীয়াপুর গ্রামে লাশ এসে পৌছালে
এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার জানায়, চার বছর আগে জীবিকার
তাগিদে বিদেশে পাড়ি জমায় মনির। সে সৌদি জেদ্দা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে
একটি কোম্পানীতে কর্মরত ছিলো। গত মাসের ৩০ তারিখ তার সহকর্মী ইয়েমেনী এক
নাগরিকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে তার মাথার
পেছনে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত মনির হোসেন লালমাই উপজেলার দুতীয়াপুর গ্রামের আলী অক্কাসের ছেলে, তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।