Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM, Update: 27.04.2021 12:55:16 AM
মাসুদ
আলম।। কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের কৃষিজমিতে মাটি
কাটার অভিযোগে অভিযান চালিয়ে ৭টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। এসময়
বালু তোলা অবস্থায় কয়েকটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার (১৬
এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়ায় গোমতী নদীর তিনটি স্পটে এই
অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু
সাঈদ জানান, গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষেধাজ্ঞা অমান্য করে
গোমতীর বাঁধে ভিতরে চরের কৃষিজমিতে মাটি কাটার বিরুদ্ধে প্রমাসন অভিযান
চালিয়ে আসছেন। ধারাবাহিক অভিযানের ভিত্তিতে সোমবার কুমিল্লার আদর্শ সদর
উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর ভূইয়াবাড়ি ঘাট, দূর্গাপুর ও আড়াউওড়াসহ
তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর ভুইয়াবাড়ির ঘাটে চারটি, দূর্গাপুর একটি এবং আড়াইওড়া দুইটিসহ মোট ৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, গোমতী নদী এবং কৃষকের কৃষি জমি রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।