ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ার সাবেক এমপি মাহবুবুর রহমানের ইন্তেকাল
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM, Update: 28.04.2021 1:29:49 AM
বরুড়ার সাবেক এমপি মাহবুবুর রহমানের ইন্তেকাল ইলিয়াস আহমেদ, বরুড়া :
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়ার প্রাক্তন সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ভূইয়া। ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমবারের করোনা পরীক্ষায় তাঁর পজেটিভ আসে দ্বিতীয় রিপোর্টে নেগেটিভ আসে।
মৃত্যুকালে মাহাবুবুর রহমানের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
মাহবুবুর রহমান ভূইয়া বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন।
১৯৬২ সালে অষ্টম শ্রেণীতে পড়াকালীন হামিদুর রহমান শিা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদানের মাধ্যমে তার রাজনীতির শুভ সূচনা হয়। তিনি পাকিস্তান আমলে ছাত্ররাজনীতিতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
১৯৬৯ সনের গণআন্দোলনে ১১ দফার আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৮ সনে জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ কুমিল্লা-৭ বরুড়া নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি নিজ গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। তার স্ত্রী শিকিা। মেয়ে এমবিবিএস ডাক্তার। ছেলে বিবিএ পাশ করেছে মাত্র।
এদিকে সাবেক এমপি মাহবুবুর রহমান ভূইয়ার মৃত্যুর খবর পেয়ে মানবিক সংগঠন ‘বিবেক’ এর সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে মরহুমের গোসল, কাফন ও জানাজা সম্পন্ন করেন।
বাদ জোহর ধর্মসাগর পাড়স্থ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ মরহুমের শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। পরে বাদ আসর বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের বোয়ালিয়া ভূইয়া বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।