Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM, Update: 29.04.2021 1:05:26 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা
নগরীর নানুয়া দীঘির পাড়ে সকালে হাটতে গিয়ে ৬০ বছর বয়সি এক নারী ছিনকারী
চক্রের সদস্যদের কবলে পড়েছেন। প্রতিদিনের ন্যায় বুধবার (২৮ এপ্রিল) মুকুল
রানী রায় নামে এই নারী নানুয়া দীঘির পাড়ে হাটতে গেলে পিছন থেকে ছিনতাই
চক্রের সদস্যরা কানে থাকা স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
কানের যন্ত্রনায় চিৎকার করে এই নারী আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে কুমিল্লা
সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মুকুল রানী রায় কুমিল্লা নগরীর
কাপড়িয়াপট্টি এলাকার মৃত বেনু চন্দ্র রায়ের স্ত্রী।
ছিনতাইয়ের ঘটনায় মুকুল রানী রায় বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে
তিনি জানান, তার দুই কানে থাকা এক ভরি ওজনের স্বর্ণের দুলগুলোর বাজার
মূল্য ছিলো প্রায় ৭০ হাজার টাকা। ছিনতাকারীরা স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্বিতীয়
মুরাদপুরের গলি দিয়া পালিয়ে যায়। তবে ছিতাইকারী সদস্যরা অজ্ঞাত ছিলো।