![ওড়নায় ‘ভালোবাসি’ লিখে নববধূর আত্মহত্যা ওড়নায় ‘ভালোবাসি’ লিখে নববধূর আত্মহত্যা](http://comillarkagoj.com/2021/04/29/1619704084.jpg)
পটুয়াখালীতে ওড়নায় প্রেমিকের উদ্দেশে ভালোবাসার কথা লিখে কুলসুম বেগম (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাটে নিজ ঘরের আড়ার সঙ্গে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত কুলসুম পশ্চিম হেতালিয়া এলাকার কবির গাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ মাসে আগে আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে কুলসুমের বিয়ে দেয় তার পরিবার। কিন্তু, অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় জবরদস্তি এ বিয়ে মেনে নিতে পারেননি তিনি। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতেই ওড়নায় প্রেমিকের উদ্দেশে ‘ তোমাকে বড় ভালোবাসি’ লিখে আত্মহত্যা করে সে।
মেয়ের মা ফরিদা বেগম বলেন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিল তার মেয়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পাই। আমার মেয়েকে ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সাথে বিয়ে দেই। ঈদুল ফিতরের পর পারিবারিক ভাবে তুলে দেওয়ার কথা ছিল। এরইমধ্যে এ কাজ করলো সে।
পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।