ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকা চান পরিবহন মালিকরা
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
করোনার ক্ষতি মোকাবিলায় সরকারের কাছে স্বল্প সুদে ৫ হাজার কোটি টাকা চেয়েছে পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির নেতারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, গণপরিবহন ব্যবসায় বিনিয়োগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নেওয়া ঋণ এক শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে হালনাগাদ করার সুযোগ অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার জন্য অনুমতি দিতে হবে।
তিনি আরও বলেন, প্রতিদিন কমপক্ষে দুই কোটি যাত্রী গণপরিবহনে সড়ক পথে যাতায়াত করেন। এ খাতে ৩০ লাখেরও বেশি শ্রমিক জড়িত। প্রত্যেক বছর সরকার এ খাত থেকে হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে। চার লাখের মতো মোটর মেকানিক ও যন্ত্রাংশ ব্যবসায়ী, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত।
রমেশ চন্দ্র বলেন, গত বছরও সরকার প্রণোদনা ঘোষণা করেছিল; কিন্তু পরিবহন খাতের মালিকরা তাতে বঞ্চিত হন। পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। টানা ৬৮ দিন বন্ধ থাকার পরও কোনও সহায়তা পায়নি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানাই। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ ও লকডাউনের ক্ষতি কাটাতে সরকারের কাছে স্বল্প সুদে পাঁচ হাজার কোটি টাকা ঋণ চাচ্ছি। লকডাউনের কারণে প্রায় এক মাস ধরে গণপরিবহন বন্ধ থাকায় আয় বন্ধ রয়েছে। এ জন্য আগামী ৩০ জুন পর্যন্ত ব্যাং ক ঋণের কিস্তি ও সুদ মওকুফের দাবি জানাচ্ছি।