১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে আগামী ১০ মে’র মধ্যে। এ সময়ের মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির সভা এবং আরএমজি-টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
বালু ও পেঁয়াজের ট্রাকে মাদক, গ্রেফতার ২
রাজধানীতে পৃথক অভিযানে মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে বালু ও পেঁয়াজের ট্রাকে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এসপি আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বগুড়া থেকে আসা বালুর ট্রাক থেকে ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওয়াসিম আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য। এদিকে অপর এক অভিযানে আদাবর থানা বেড়িবাঁধ এলাকায় পেঁয়াজ পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক থেকে ২৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় আসমাউল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক ব্যবসায়ীরা সব সময় নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে। এই চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল ও হেরোইন এনে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।