ব্রাহ্মণপাড়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার উত্তর নাগাইশ গ্রামে
অভিযান পরিচালনা করে ৬০ বোতল স্ক্যাফ সিরাপসহ ইউনুছ মিয়া (৩০) ও সাকিব
হোসেন (১৯) নামের দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়া কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার রাধানগর
(আদর্শগ্রাম) গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং অপর গ্রেফতারকৃত সাবিক
হোসেন কুমিল্লা কোতয়ালীর শাসনগাছা (পশ্চিম রেসকোর্স) এলাকার জমির মিয়ার
বাড়ির ভাড়াটিয়া মেহরাজ খাঁর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার
(২৮ এপ্রিল) বিকেলে থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহার নির্দেশে
এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা
করে তাদের গ্রেফতার করেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের উভয়ের হাতে
থাকা সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল করে ৬০ বোতল ভারতীয়
মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ উদ্ধার করেন। পরে গ্রেফতারকৃত ইউনুছ মিয়া ও সাকিব
হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাদের
আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।